সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পরিবর্তে ওয়ার্ড বয় দিয়ে রোগীর ক্ষত সেলাই করাসহ নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধি দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে। তিন সদস্যের এই দলটির নেতৃত্বে ছিলেন উপ-সহকারী পরিচালক মমিন উদ্দিন।
দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে এই হাসপাতালে একজন রোগীকে ওয়ার্ড বয় দিয়ে সেলাই করানোর একটি সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়ে। অভিযোগপত্রে সাবেক মেডিকেল অফিসার অভিজিৎ রায়, অবসরপ্রাপ্ত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সুফিয়া সুলতানা এবং আউটসোর্সিংয়ে কর্মরত ওয়ার্ড বয় আবু তালেবের নাম উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক উপস্থিত না থেকে একজন ওয়ার্ড বয়কে দিয়ে অস্ত্রোপচারের কাজ করিয়েছেন, যা চিকিৎসা বিজ্ঞানের নীতিমালার চরম লঙ্ঘন।
অভিযান শেষে দুদক কর্মকর্তা মমিন উদ্দিন জানান, সেবার মান এবং জনবল সংক্রান্ত বেশ কিছু অভিযোগ তারা খতিয়ে দেখেছেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা বর্তমানে ওই কর্মস্থলে না থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোমিন উদ্দীন দুদকের এই পরিদর্শনকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছেন। এই তদন্ত প্রতিবেদনটি এখন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।



