দক্ষিণ-পূর্ব এশিয়ায় জেঁকে বসা অনলাইন প্রতারণা চক্রের বিরুদ্ধে এক বিশাল অভিযানে কম্বোডিয়া থেকে ৭৩ জন দক্ষিণ কোরীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। দক্ষিণ কোরিয়ার বিচারিক ইতিহাসে এটি বিদেশ থেকে একযোগে সবচেয়ে বড় অপরাধী প্রত্যাবাসন হতে যাচ্ছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) একটি বিশেষ চার্টার্ড বিমানে করে তাদের সিউলে আনা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে দক্ষিণ কোরীয় নাগরিকদের কাছ থেকে প্রায় ৪৮.৬ বিলিয়ন ওন (৩৩ মিলিয়ন মার্কিন ডলার) হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
আটককৃতদের মধ্যে ৬৫ জন পুরুষ এবং ৮ জন নারী রয়েছেন। তারা গত কয়েকমাস ধরে কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম সেন্টারে পরিচালিত ধারাবাহিক অভিযানে আটক হওয়া ২৬০ জন দক্ষিণ কোরীয় নাগরিকের একটি অংশ। মূলত গত গ্রীষ্মে কম্বোডিয়ার একটি স্ক্যাম সেন্টারে একজন দক্ষিণ কোরীয় শিক্ষার্থীর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর ঘটনায় দক্ষিণ কোরিয়ায় ব্যাপক জনরোষ তৈরি হয়। এর প্রেক্ষাপটেই গত অক্টোবরে একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল কম্বোডিয়ায় পাঠিয়ে যৌথ অভিযানের বিষয়ে ঐক্যমত পোষণ করে দুই দেশ।



