বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সহজতর করার লক্ষ্যে এক বিশাল মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এখন থেকে বিদেশে অর্থ প্রেরণের অনুমতি বা ‘রেমিট্যান্স রেপ্যাট্রিয়েশন’ সেবাটি সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিডার জনসংযোগ দপ্তর থেকে এই যুগান্তকারী পরিবর্তনের কথা জানানো হয়। এর ফলে বিনিয়োগকারীরা রয়্যালটি, কারিগরি জ্ঞান (Technical Knowledge), প্রযুক্তিগত সহায়তা এবং ফ্র্যাঞ্চাইজ ফি’র মতো পেমেন্ট অনুমোদনের জন্য আর অফলাইন বা সশরীরে দপ্তরে আসার প্রয়োজন পড়বে না।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এই ডিজিটাল রূপান্তরকে বিনিয়োগকারীদের জন্য একটি বড় উপহার হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, নতুন এই সিস্টেমের মাধ্যমে আবেদন প্রক্রিয়াকরণ হবে দ্রুত, স্বচ্ছ এবং পরিবেশবান্ধব। বিনিয়োগকারীরা এখন ডিজিটাল আবেদন করা থেকে শুরু করে আবেদনের সর্বশেষ অবস্থা (Track) পর্যবেক্ষণ এবং অনলাইনেই ফি প্রদান করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হলো, ‘সার্ভিস লেভেল এগ্রিমেন্ট’ (SLA) অনুযায়ী মাত্র ৭ কর্মদিবসের মধ্যেই এই সেবা নিশ্চিত করবে বিডা।



