নিজস্ব প্রতিবেদক
পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে আসা দুটি কন্টেইনারে প্রায় ২৫ হাজার কেজি পপি বীজ আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমদানি নথি অনুযায়ী গত নয়ই অক্টোবর পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি পাখির খাদ্য আমদানি করা হয় চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদিব ট্রেডিংয়ের নামে।
গোপন সংবাদের ভিত্তিতে কন্টেইনার দুটির খালাস প্রক্রিয়া স্থগিত করে দেয় চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখা। পরে সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতেই কন্টেইনার দুটি খুলে পরীক্ষা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কন্টেইনারের দরজার পাশে শুরুর দিকে সাত হাজার ২০০ কেজি পাখির খাবার রেখে এর পেছনে প্রায় ২৫ হাজার কেজি পপি সিড ঢেকে রেখে কৌশলে আমদানি করা হয়।
সাড়ে ছয় কোটি টাকা মূল্যের এই পপি বীজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক হিসেবে বিবেচিত হয়। ফলে আমদানি নীতি আদেশ অনুযায়ী, বাংলাদেশে পপি বীজ আমদানি করা নিষিদ্ধ।
যারা মিথ্যা ঘোষণা দিয়ে বাংলাদেশে এগুলো এনেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।



