বর্তমানের রাষ্ট্র ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারে সন্তুষ্টি প্রকাশ করেছে দেশের ৫৪ শতাংশ মানুষ। এদের মধ্যে সবচেয়ে বড় অংশ ৪৯.৩ শতাংশ মানুষ বলেছে তারা সন্তুষ্ট। আর ৫.২ শতাংশ মানুষ বলেছে তারা অত্যান্ত সন্তুষ্ট।
কি-মেকারস কনসালটিং লিমিটেড নামের একটি বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান এই জরিপটি পরিচালনা করে। ‘গুরুত্বপূর্ণ সামাজির-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ-২০২৫’ নামের এই জরিপের উদ্যোক্তা দৈনিক প্রথম আলো।
জরিপকারীরা মোট ১১টি বিষয় উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও সফলতার বিষয়ে মতামত চেয়েছিল। ৫ আগস্টের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ওই বিষয়গুলোতে সফল নাকি ব্যর্থ।
জবাবে ২৩ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা সন্তুষ্ট নন, অসন্তুষ্টও নন। আর সরাসরি অসন্তুষ্টির কথা জানিয়েছেন ১৮.৯ শতাংশ মানুষ। পাশাপাশি অত্যান্ত অসন্তুষ্ট ৩.৬ শতাংশ মানুষ।
জরিপে মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় শান্তি ও সম্প্রীতি, কর্মসংস্থানের সুযোগ এবং দুর্নীতি দমনে সরকারের ভূমিকা সহ মোট ১১টি ক্ষেত্র নিয়ে প্রশ্ন করা হয়। যেখানে মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সরকার সবচেয়ে ভালো করেছে বলে মনে করেন অধিকাংশ মানুষ।
অপরদিকে, দুর্নীতি দমন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার সবচেয়ে ব্যর্থ হয়েছে বলে মনে করেন জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ।
জরিপে বিভিন্ন শ্রেণী-পেশার ১ হাজার ৩৪২ জন মানুষের মতামত নেওয়া হয়। যাদের বসবার দেশের ৫টি নগরে ও ৫টি গ্রামে। এদের মধ্যে ৬৭৪জন পুরুষ ও ৬৬৮ জন নারী রয়েছেন। যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে ছিল।



