নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেপ্তার হয়েছেন। আজ রবিবার (৭ ডিসেম্বর) বিকালে তাঁকে নিজ বাসার সামনে থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, শওকত মাহমুদকে কি অভিযোগে বা কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তার বিস্তারিত পরে জানানো হবে।
অপর একটি সূত্রে জানা গেছে, কিছুদিন আগে এনায়েতুর রহমান চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি মার্কিন একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয় দিয়েছিলেন পুলিশকে।
এছাড়া তিনি দেশের প্রথম সারির ব্যবসায়ী, রাজনৈতীক ব্যক্তি, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাসন নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে বৈঠক করছিলেন রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। ওই ঘটনায় শওকত মাহমুদের নাম এসেছে।



