নিজস্ব প্রতিবেদক
গত শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১০টা ৩৮ মিনিট থেকে শুরু করে দুই দিনে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পসহ কয়েকটি ছোট ছোট কম্পন অনুভূত হয়েছে। এ নিয়ে ঢাকা নগরীসহ আশপাশের বিভিন্ন জেলায় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে পড়েছে।
এমন পরিস্থিতিতে দেশের সবাইকে ভূমিকম্পের সময় আটটি করণীয় পালনের জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ।
ভূমিকম্পের সময় করণীয়
১. ভূকম্পন অনুভূত হলে শান্ত থাকতে হবে। কোন ভাবেই আতঙ্কিত হওয়া যাবে না। পাশাপাশি আপনি কোন ভবনে নিচ তলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় চলে আসতে হবে।
২. বহুতল ভবনে থাকলে ড্রপ কভার হোল্ড পদ্ধতি অনুসরণ করতে হবে। ড্রপ কভার হোল্ড হচ্ছে, নিচু হয়ে শক্ত টেবিল/ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরতে হবে। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিতে হবে। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে নিতে হবে।
৩. ভূমিকম্প চলাকালীন সময়ে লিফট ব্যবহার থেকে বিরত থাকতে হবে। ভূমিকম্প থামার পর বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করতে হবে।
৪. বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাবপত্র বা কোন ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে সরে আসতে হবে। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ওষুধ এবং বাঁশি সংরক্ষণ করুণ। যাতে প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন।
৫. ঘরের বাইরে থাকলে খোলা স্থানে চলে আসতে হবে। গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে থাকতে হবে।
৬. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি পার্ক করতে হবে। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই অবস্থান করুণ।
৭. একটি ভূমিকম্পের পর আবারও ভূকম্পন (আফরাট সক) হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকতে হবে।
৮. সকলের সম্মিলিত চেষ্টা ও সচেতনতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব। জরুরি সেবার প্রয়োজনে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর ১০২ এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।



