নিজস্ব প্রতিবেদক
বিএনপি ক্ষমতায় গেলে আমলাতান্ত্রিক জটিলতা এড়াতে আমলাদের কাজ কমিয়ে দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানে ইকোনমিক রিফর্ম সামিট-২০২৫-এর প্রথম দিনের প্রথম সেশনে তিনি এ কথা বলেন।
একশনএইড ও বিডিজবস ডটকমের সহযোগিতায় দুই দিনব্যাপী এ সামিট যৌথভাবে আয়োজন করেছে নাগরিক কোয়ালিশন, ইননোভেশন, ফিনটেক সোসাইটি, বিআরএআইএন ও ভয়েস ফর রিফর্ম।
প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ করার কিছু নেই। আমলাতন্ত্রের সঙ্গে সংঘাত না করে তাদের দায়িত্ব কমিয়ে দিতে হবে। আমলাতন্ত্রের হাতে সব দায়িত্ব দেওয়ার দরকার নেই।
তিনি বলেন, ‘বাংলাদেশের আমলাতন্ত্রের মূল কাজ হওয়া উচিত নীতি বাস্তবায়ন করা, নীতি তৈরি করা নয়। এ দুই ভূমিকার মিশ্রণ দীর্ঘদিন ধরে কার্যকারিতা ও জবাবদিহিকে ব্যাহত করছে।’
সামিটের প্রথম দিন সকালে ‘বিনিয়োগের বাধা দূর করার জন্য প্রয়োজনীয় সংস্কার’ শীর্ষক প্রতিবেদন তুলে ধরেন সিএফএ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আসিফ খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ, চালডালের সিইও ওয়াসিম আলিম ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন প্রমুখ।



