আন্তর্জাতিক ডেস্ক
জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি, যিনি দেশটিতে এই পদে আসা একজন প্রথম নারী।
৬৪ বছর বয়সী এই প্রধানমন্ত্রী গতকাল সোমবার (২০ অক্টোবর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। নিম্নকক্ষে ২৩৭ ভোট এবং উচ্চকক্ষে ১২৫ ভোট পেয়েছেন তিনি।
আজ মঙ্গলবার সকালে তাকাইচি প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক নির্বাচনের আগেই নতুন মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করেন। যদিও জেআইপি দলের কোনো আইনপ্রণেতা এই নতুন মন্ত্রিসভায় যোগ দেবেন না বলে জানা গেছে।
গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, তাকাইচির দলীয় নেতৃত্বের প্রতিদ্বন্দ্বীরা ইয়োশিমাসা হায়াশি, শিনজিরো কোইজুমি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি নতুন প্রশাসনের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা পদে থাকতে পারেন। মঙ্গলবার সকালে তারা সবাই শিগেরু ইশিবা সরকারের মন্ত্রিসভা থেকে একযোগে পদত্যাগ করেন।
তাকাইচি এমন এক সময়ে দায়িত্ব নিচ্ছেন, যখন জাপানিদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং হতাশাগ্রস্থ জনসাধারণ নিয়ে দেশটি চলছে।
বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটির জন্যও এটি একটি চ্যালেঞ্জিং সময়। তার পূর্বসূরীদের মেয়াদ সংক্ষিপ্ত হওয়ার পর মাত্র পাঁচ বছরের মধ্যে তিনি চতুর্থ প্রধানমন্ত্রী।



