― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

ক্রিকেট ইতিহাসে বিরল ঘটনার সাক্ষী হলো মিরপুর

ক্রীড়া ডেস্ক

একদিনের ক্রিকেটে বাংলাদেশে ইতিহাস কম নয়। দীর্ঘ অর্ধ শতাব্দীরও বেশি সময়ে যে ঘটনা কখনো ঘটেনি তা আজ দেখল বিশ্ব ক্রিকেট। প্রথমবারের মতো ওয়ানডের ৫০ ওভারই বল করেছেন স্পিনাররা।

এই রেকর্ডটা গড়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। ঢাকার মিরপুরে আজ ৫ স্পিনারকে দিয়ে বিরল এই রেকর্ড গড়েছে ক্যারিবিয়ানরা। আগের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার স্পিনারদের। সেটি ৪৪ ওভারের। একবার নয়, তিনবার এই কীর্তি গড়ে লঙ্কানরা।

প্রথমবার ১৯৯৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিনিদাদে। আর ১৯৯৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে কলম্বোর বিপরীতে ২০০৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাম্বুলায়।
এই রেকর্ড গড়তে উৎসাহ দিয়েছে মিরপুরের উইকেট। স্পিনবান্ধব পিচ হওয়ায় বিশেষজ্ঞ পেসার ছাড়াই একাদশ সাজায় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে মিরপুরে সর্বোচ্চ ৪০ ওভার স্পিন করেছিল বাংলাদেশ। ২০১২ সালে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। এ ছাড়া চট্টগ্রামেও ২০০৯ সালেও ৪০ ওভার স্পিন বল করেছিল বাংলাদেশ দল।