― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

মিরপুরে অগ্নিকান্ডে প্রাণ গেল ৯ জনের

নিজস্ব প্রতিবেদক

মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিকেলের গোডাউনে আগুনে লেগে নয় জন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এসময় একজন আহত হয়েছেন। তবে কেমিকেল গুদামে এখনো উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি বলেও ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিযুক্ত ছিল। বিকেল ৪টা পর্যন্ত সেখানে ১২টি ইউনিট কাজ করেছে বলে জানানো হয়।

ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্লনে মোহাম্মদ তাজুল ইসলাম তাৎক্ষণিক এক ব্রিফিং এ জানান, “কেমিকেল গোডাউনে এখনো কোনো উদ্ধার কার্যক্রম চালানো যায়নি। সেখানে কী কী কেমিকেল রয়েছে তা এখনো নিশ্চিত নয়। আধুনিক টেকনোলোজি দিয়ে আগুন নিউট্রালাইজ করার চেষ্টা করবো।”

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। পরে আরো কয়েকটি ইউনিট যুক্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে, রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানিয়েছেন, “কেমিকেল গোডাউনের ভেতরে কেউ প্রবেশ করতে পারছে না। তাই এখনো সেখানে হতাহতের বিষয়ে জানা যায়নি।”