নিজস্ব প্রতিবেদক
অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংবদ (জাকসু) নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এ কথা জানান। তিনি দাবি করেন, তাদের বিজয় ব্যাহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াত-শিবিরের সঙ্গে মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে।
তিনি আরো দাবি করেন, “আমরা একটা ফ্রি-ফেয়ার ইলেকশন দাবি করেছিলাম। কিন্তু ভয়াবহ ব্যাপার হচ্ছে, ভোটকেন্দ্রগুলো মনিটর করার জন্য জামায়াত নেতার কোম্পানিকে ক্যামেরা সাপ্লাই ও সিসিটিভির দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিবিরের প্যানেলকে সব কেন্দ্র মনিটরিংয়ের সুযোগ করে দেওয়া হয়েছে।”