― Advertisement ―

spot_img

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

রোজার আগে ভোট, দুই মাস আগে তফসিল

নিজস্ব প্রতিবেদক
রোজার আগে ভোট এবং তার দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ সময় ভোটের জন্য ২৪ টি কর্মপরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে আগামী রমজানের আগে ভোট আয়োজনের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করতে চায় কমিশন।

আগামী ৩০শে নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয়েছে। এছাড়া নির্বাচন আয়োজনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কমিশন প্রস্তুত বলেও জানান তিনি।

ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে সেই ব্যবস্থা কমিশন করবে বলেও জানান তিনি। এছাড়া এআই, অসত্য তথ্য, ভুয়া তথ্যের চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন কাজ করছে বলেও জানান ইসি সচিব।