ক্রীড়া ডেস্ক
ফুটবলের জাদুকর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ভারত সফরে আসছেন। আগামী ১২ ডিসেম্বর কলকাতা থেকে তাঁর এই সফর শুরু হবে বলে জানিয়েছেন ইভেন্টের আয়োজক সতদ্রু দত্ত।
সতদ্রু দত্ত জানান, তিন দিনের সফরে প্রথমে কলকাতার পর আহমেদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে যাবেন মেসি। ১৫ ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মাধ্যমে সফর এই শেষ হবে।
দত্ত জানান, আগস্টের ২৮ থেকে সেপ্টেম্বরের ১ তারিখের মধ্যে মেসি নিজেই সামাজিক মাধ্যমে অফিসিয়াল পোস্টারসহ সফরের বিস্তারিত ঘোষণা করবেন। কলকাতায় ১২ ডিসেম্বর রাতে পৌঁছবেন মেসি এবং এখানে কাটাবেন দুই দিন।
১৩ ডিসেম্বর সকালে হোটেল তাজ বেঙ্গলে অনুষ্ঠিত হবে মিট-অ্যান্ড-গ্রীট, যার অংশ হিসেবে থাকবে বিশেষ খাবার ও চা উৎসব। এখানে থাকবে আর্জেন্টাইন ও ভারতীয় আসাম চায়ের ফিউশন, বাংলার ইলিশসহ নানা মাছ ও মিষ্টি।