― Advertisement ―

spot_img

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

কেন নিষিদ্ধ হলেন মেসি?

স্পোর্টস ডেস্ক :

মেজর লিগ সকারের (এমএলএস) অল স্টার ম্যাচে অংশ না নেয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামির অভিজ্ঞ জনপ্রিয় খেলোয়াড় লিওনেল মেসি।

শুধু তিনি নন একই অপরাধে দলের জর্দি আলবা কেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ফলে বাংলাদেশ সময় রোববার (২৭ জুলাই) সকালে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি ও আলবা পাবে না দলটি।

কেন নিষেধাজ্ঞা আরোপ :

নিয়ম অনুযায়ী, কোনো চোট ছাড়া অল স্টার ম্যাচে না খেললে সংশ্লিষ্ট খেলোয়াড়কে পরবর্তী একটি ম্যাচে নিষিদ্ধ করা হয়।

মেসি ও আলবা ছিলেন অল স্টার ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে।

তবে চোট না থাকলেও দুজনেই ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নেন, যা এমএলএসের নিয়ম অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

সূত্র: সিএনএন

টিবিএম/জ/রা