ক্রীড়া ডেস্ক:
এটাই হতে পারে ধোনির শেষ আইপিএল। এমন ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই। গতকাল বুধবার মহেন্দ্র সিংহ ধোনি বলেন, ‘এখনও অবসরের কথা ভাবিনি। তবে আমার বয়স এখন ৪৩ বছর। অনেক দিন ধরে খেলছি। সমর্থকেরা জানে না এটা আমার শেষ ম্যাচ কি না। বছরে মাত্র দুই মাস খেলি। এ বারের আইপিএল শেষ হলে আগামী ছয়-আট মাস পর শরীর কী অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেব।
আমার শরীর এই চাপ নিতে পারছে কি না, সেটা বুঝতে হবে। কিন্তু সমর্থকদের এই ভালবাসাটা অপূর্ব।’
ব্যাট হাতে এদিন ধোনি ১৮ বলে ১৭ রান করেন। তাঁর ইনিংসে একটি মাত্র ছক্কা রয়েছে। সেটি মারেন শেষ ওভারে।
ম্যাচ শেষে ধোনি বলেন, ‘এই নিয়ে মাত্র তিনটি ম্যাচ জিতেছি। ম্যাচটা জয়ী দল হিসাবে শেষ করতে পেরে ভাল লাগছে। এ বারে অনেক কিছু আমাদের পক্ষে যায়নি। আমাদের সেই ভুলগুলো খুঁজে বের করতে হবে।’