সম্পাদক
অবাধ তথ্য প্রবাহের যুগে মানুষ এখন অনেকটাই ছাপা কাগজ থেকে মুখ ফিরিয়ে প্রযুক্তির দিকে ঝুঁকছে। পত্রিকার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অনলাইন নিউজ পোর্টাল আর সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকে আবার মাল্টিমিডিয়ায় প্রচুর বিনিয়োগ করছে। সবকিছুই ঘটছে মানুষের রুচি এবং তথ্য প্রযুক্তির সহজলভ্যতার উপর ভিত্তি করে। আগে যেখানে মানুষকে তথ্যের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, দিন পার হয়ে যেতো, এখন সেখানে মুহুর্তেই খবর পৌঁছে যাচ্ছে মানুষের দ্বারে। এমনই এক মুহুর্তে আত্মপ্রকাশ ঘটেছে ‘বরিশাল মেইল’ এর। যুগের সাথে তাল মিলিয়ে সঠিক তথ্য মানুষের দ্বারে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
আমরা প্রতিনিয়ত যে তথ্য পেয়ে থাকি, তার যে সবটাই সত্য; তেমনটি কিন্তু নয়। সঠিক খবরের ফাঁকে ফাঁকে অনেক তথ্য থাকে মিথ্যা। অনেক খবর থাকে সত্য এবং মিথ্যার মিশ্রণ। এই মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে অনেক সময় ঘটে অনেক বড় দুর্ঘটনা। আমাদের অঙ্গিকার, আমরা সঠিক তথ্যটিই তুলে ধরবো। সাদাকে সাদা আর কালোকে কালো বলবো। যা দেখবো, তাই লিখবো। যা দেখবো, তাই বলবো। সেক্ষেত্রে পাঠকই আমাদের শক্তি। কোন রক্তচক্ষু নয়, কোন পেশিশক্তি বা ক্ষমতার কাছে নয়; পাঠকের কাছেই আমরা দায়বদ্ধ। আর যতোদিন পাঠক আমাদের সঙ্গে থাকবে, ততোদিন আমরা আমাদের অঙ্গিকার পূরণে সচেষ্ট থাকবো।



