― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সামনে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জোট।

মিছিলটি দোয়েল চত্বর হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার পথে শিক্ষা অধিকার চত্বরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশের বাধা ও ব্যারিকেড অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি দীপা মল্লিক বলেন, “গত ২২ জুন দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। যার মাধ্যমে ভারতকে রেলপথে করিডোর দিচ্ছে বাংলাদেশ সরকার।